Questioner
মাদিহা
Question

গুনাহর কথা কি বাবা-মাকে জানাবো?

Counselor
শেখ আহমদ কুট্টি
Answer

আপনার প্রশ্নটি ছিলঃ

আসসালামু আলাইকুম। আমি এমন এক গুনাহর কাজ করেছিলাম যার জন্য আমি এখনো লজ্জ্বিত। যদিও আমি ঐ গুনাহর জন্য তওবা করেছি এবং নিজেকে ঐ অবস্থা থেকে ফিরিয়ে এনেছি, তথাপি নিজের মধ্য থেকে তা আমার বাবা-মা কাছে বলে নিজেকে হালকা করার জন্য প্রচন্ড চাপ অনুভব করছি। যদিও আমি যিনা করিনি, কিন্তু তার করার মত কাছাকাছি চলে গিয়েছিলাম। আমি কি এখন তা নিজের মধ্যে চেপে রাখবো না তাদেরকে জানাবো?

ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাত।

বিসমিল্লাহির রহমানির রাহীম।

সকল প্রশংসা ও শোকর আল্লাহর এবং দরুদ ও সালাম তার প্রেরিত রাসূলের প্রতি।

আপনি যদি গোপনে কোন গুনাহ করেন, তবে আপনার গুনাহর জন্য তাওবাও আপনার গোপনে করা উচিত। আল্লাহ যা কিছু গোপন করেছেন, আপনার কখনোই উচিত হবেনা তা প্রকাশ করা।

আপনার উচিত, আপনার গুনাহের জন্য গোপনে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে কান্নাকাটি করা।

তবে মনে রাখবেন, আপনার গুনাহের ক্ষমার জন্য প্রথমেই আপনাকে উক্ত গুনাহ থেকে নিজেকে মুক্ত করতে হবে।

আপনাকে আপনার গুনাহের জন্য সত্যিকার অর্থে অনুতাপ ও অনুশোচনা করতে হবে এবং দ্বিতীয়বার ঐ গুনাহ করা থেকে নিজেকে বিরত রাখতে হবে।

পাশাপাশি নিজেকে সর্বদা সৎলোকের সাহচর্যে রাখা এবং নিজের সময়কে উত্তম ও গঠনমূলক কাজে খরচ করার জন্য চেষ্টা করতে হবে।

আপনার বাবা-মাকে আপনার গুনাহ সম্পর্কে জানানো আপনার গুনাহ মাফের জন্য কোন প্রকার পূর্বশর্ত নয়।

পবিত্র কুরআনে আল্লাহ বলেন,

“বলুন, হে আমার বান্দাগণ যারা নিজেদের উপর যুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয় আল্লাহ সমস্ত গোনাহ মাফ করেন। তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। তোমরা তোমাদের পালনকর্তার অভিমূখী হও এবং তাঁর আজ্ঞাবহ হও তোমাদের কাছে আযাব আসার পূর্বে। এরপর তোমরা সাহায্যপ্রাপ্ত হবে না।” (সূরা যুমার, আয়াত: ৫৩-৫৪)

 

উক্ত আয়াত অনুযায়ী, গুনাহের ক্ষমাপ্রাপ্তির জন্য আমাদেরকে আন্তরিকতার সাথে আল্লাহর পথে ফিরে যেতে হবে এবং তার ইচ্ছার কাছেই আমাদের আত্মসমর্পণ করতে হবে অর্থাৎ তার আইন মান্য করতে হবে। আপনার গুনাহ মাফের জন্য আপনি যা করেছেন, তাই আপনার জন্য যথেষ্ট। সুতরাং, আর কারো কাছে নিজের গোপন থাকা গুনাহকে প্রকাশ করে না দিয়ে উক্ত গুনাহ ‍দ্বিতীয়বার করা থেকে দূরে থাকুন এবং উত্তমকাজে নিজেকে ব্যস্ত রাখুন। আল্লাহ আপনার গুনাহকে ক্ষমা করুন এবং আপনাকে ধৈর্যশীল থাকার তৌফিক দান করুন।

আল্লাহই সকলকিছুর উত্তম জ্ঞান রাখেন।

উৎস

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।