Questioner
নাম প্রকাশে অনিচ্ছুক
Question

সকল নামাজের সেজদায় কি দোয়া করতে পারবো?

Counselor
শেখ মুহাম্মদ বিন মুনির
Answer

প্রিয় শেখ, আসসালামু আলাইকুম। আমি আপনাকে নামাজের সেজদা সম্পর্কিত একটি প্রশ্ন করতে চাই। মুসলিমে বর্ণিত একটি হাদীসে উল্লেখ আছে, “সেই ব্যক্তিই তার রবের নিকটবর্তী যে তার রবের উদ্দেশ্যে সেজদায় রয়েছে।” আমরা কি নামাজে আমাদের সেজদার মাঝখানে তিনবার “সুবহানা রাব্বিয়াল আলা” বলার পর আল্লাহর কাছে বিভিন্ন দোয়া যথা আমাদের নিজেদের জন্য ক্ষমা প্রার্থণা বা আল্লাহর কাছে কিছু প্রার্থণা করতে পারি? যদি উত্তর হ্যা হয়, তবে আমরা কিভাবে তা করবো? আমরা কি ফরজ নামাজের সেজদায়ও দোয়া করতে পারবো? সকল নামাজের সেজদায় কি দোয়া করতে পারবো?

 

 

ওয়াআলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাত।

আপনার প্রশ্নের জন্য আপনাকে ধন্যবাদ। প্রথমত আপনাকে বলতে চাই, রাসূল (সা.) এর হাদীসে সেজদায় কি পাঠ করতে হবে তার নির্দিষ্ট কোন বিবরণ পাওয়া যায় না। ‘সুবহানা রাব্বিয়াল আলা’ বা ‘সুবহানা রাব্বিয়াল আযীম’ কোন প্রকার তাসবীহের কথাই তিনি নির্দিষ্টভাবে বলেননি।

অনেক উলামাই অবশ্য এখানে বলেন, আপনাকে সেজদার মাঝে ‘সুবহানা রাব্বিয়াল আলা’ পাঠ করতে হবে। তাদের মতে, সেজদার মাঝে এই তসবীহটি একবার পাঠ করা ওয়াজিব। আর এই তসবীহ’র সম্পূর্ণ হক আদায় করে পাঠ করার জন্য তিনবার তসবীহটি পাঠ করতে হবে। এই তসবীহ পাঠ করার পর আপনি বিভিন্ন দোয়া করতে পারেন।

ফরজ নামাজ ও অন্যান্য সকল নামাজেই আপনি দোয়া করতে পারেন। আপনার নিজের জন্য ক্ষমা প্রার্থণা, কোন আকাঙ্ক্ষিত বস্তুর প্রার্থনা এবং অন্যান্য যেকোন দোয়াই আপনি করতে পারেন। কিন্তু এই দোয়া অবশ্যই আরবী ভাষায় তথা নামাজের ভাষায় হতে হবে।

সুতরাং, নামাজের সেজদার মাঝে আপনি যেকোন বিষয়ে আল্লাহর কাছে প্রার্থনা বা দোয়া করতে পারেন। কিন্তু এই দোয়া হতে হবে সম্পূর্ণরূপে নামাজের ভাষায় অর্থাৎ বিশুদ্ধ আরবী ভাষায়।

আল্লাহই উত্তম জ্ঞানের অধিকারী এবং তিনি আমাদেরকে দ্বীন সম্পর্কে সঠিক সমঝ দান করুন।

 উৎস

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।