Questioner
শাহেদ
Question

ইসলামী ব্যাংক ছাড়া অন্য কোন ব্যাংকে কি অ্যাকাউন্ট খোলা যাবে?

Counselor
ড. মনজের কাফ
Answer

আপনি প্রশ্ন করেছেনঃ

আসসালামু আলাইকুম। ব্যাংকে অ্যাকাউন্ট খোলার বিষয়ে শরীয়তের নির্দেশনা সম্পর্কে জানতে আমি ইচ্ছুক। অ্যাকাউন্ট কি শুধুই ইসলামী ব্যাংকে খুলতে হবে নাকি অন্যকোন ব্যংকেও খোলা যাবে? যদি আমার অ্যাকাউন্টে কোন সুদ আসে তবে আমি তা কি ফেলে রাখবো নাকি তুলে ফেলবো? আমি কি এই অর্থ দিয়ে দরিদ্র মুসলমান বা অন্যান্যদের সাহায্য করতে পারি?

 

ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাত।

 

বিসমিল্লাহির রাহমানির রাহীম।

সকল প্রশংসা ও শোকর আল্লাহর এবং দরুদ ও সালাম রাসূল (সা.) এর প্রতি।

প্রিয় ভাই, আপনি যদি এমন এলাকায় বসবাস করেন যেখানে ইসলামী ব্যাংকিংয়ের সুবিধা আছে, তবে আপনার উচিত সেখানে অ্যাকাউন্ট খুলে আপনার ব্যাংকিং সুবিধা গ্রহণ করা।

তবে আপনাকে যদি সাধারন সুদী ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে হয়, তবে সেখানে প্রাপ্ত সুদ আপনি আবশ্যিকভাবে দরিদ্র ও অভাবীদের দিয়ে দেবেন।

আপনি নিজের কোন ব্যক্তিগত কাজে এই অর্থ খরচ করতে পারবেন না।

কেননা, শরীয়তের নির্দেশনা অনুযায়ী সুদের অর্থ কোনক্রমেই আপনার হতে পারেনা, আপনার জন্য তা হারাম।

আমরা এই অর্থ ব্যাংকেও অলসভাবে ফেলে রাখতে পারিনা, কেননা আমরা এর মাধ্যমে সুদের হারকেই বৃদ্ধি করবো।

সুতরাং অতিরিক্ত এই অর্থ তুলে ফেলে আমাদের দরিদ্র ও অভাবী লোকজন এবং বিভিন্ন দাতব্য সংস্থায় দিয়ে দিতে পারি। তবে এই অর্থ প্রদান করা কোনক্রমেই আমাদের নফল দান-সাদকা হিসেবে গণ্য হবেনা। এটি বরং আমাদের সম্পদকে সুদের মন্দ প্রভাব থেকে মুক্ত করার একটি উপায় মাত্র।

আল্লাহই সর্বোত্তম জ্ঞানের অধিকারী।

 

উৎস 

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।