Questioner
নাম প্রকাশে অনিচ্ছুক
Question

খ্রিস্টীয় নববর্ষ পালন কি জায়েজ? 

Counselor
ইসলামী বার্তা টিম
Answer

আপনি যদি ধর্মীয় আচার হিসেবে নববর্ষ পালনের কথা বলেন, তবে এটি বিদয়াত হয়ে যাওয়ার কারণে আপনার জন্য তা পালন করা জায়েজ হবে না।

রাসূল (সা.) বলেছেন,

“দ্বীনের মধ্যে যারা নতুন বিধানের উদ্ভাবন করে, তারা বাতিল।”

তবে সংস্কৃতির দিক থেকে, বিভিন্ন মনীষী একে বিভিন্নভাবে দেখেছেন। যারা অনুমতি দিয়েছেন, তারা সংস্কৃতির দিকে লক্ষ্য রেখে অনুমতি দিয়েছেন। আবার যারা নিষেধ করেছেন, তারা ধর্মগত আচারের কথা চিন্তা করে একে নিষেধ করেছেন।

তবে, সংস্কৃতিগত ক্ষেত্রে যতক্ষন পর্যন্ত তা ইসলামের নির্ধারিত সীমা অতিক্রম না করে, ইসলাম ততক্ষণ তা পালনে কোন নিষেধাজ্ঞা প্রদান করেনা।

আমরা কোন প্রকার অপচয় এবং সীমালঙ্ঘন ছাড়াই একটি সংস্কৃতিগত অনুষ্ঠান হিসেবে নববর্ষ পালন করতে পারি।

তাছাড়া, কেউ যদি নতুন বছরের আগমনের জন্য আনন্দ প্রকাশ করে পুরাতন বছরের অর্জনের জন্য আল্লাহর কাছে শুকরিয়া জানায়, তবে আমি এতে নিষেধাজ্ঞার কিছু দেখিনা।

আল্লাহই সর্বোত্তমভাবে অবগত।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।