Questioner
নাম প্রকাশে অনিচ্ছুক
Question

একজন পুরুষ ডাক্তার কি কোনো মহিলা রোগীর সার্জারি করাতে পারবে?

Counselor
শেখ আহমদ কুট্টি
Answer

 আমি একজন নিউরোসার্জন। আমাকে নারী ও পুরুষ উভয়েরই সার্জারি বা শল্যচিকিৎসা করাতে হয়।  ইসলামে কি এর কোন অনুমতি আছে? 

 

বিসমিল্লাহির রাহমানির রাহীম।

সকল প্রশংসা ও শোকর আল্লাহর এবং দরুদ ও সালাম রাসূল (সা.) এর প্রতি।

একজন চিকিৎসক হিসেবে আপনি নারী ও পুরুষ উভয়কেই চিকিৎসার জন্য সার্জারি করতে পারবেন, তা হতে পারে আপনার নিজের অনুশীলনের জন্য বা রোগীর অবস্থা অনুযায়ী চিকিৎসা প্রদানের দায়বদ্ধতা থেকে।  

যদিও পুরুষ রোগীকে পুরুষ চিকিৎসকের চিকিৎসা প্রদান এবং নারী রোগীকে নারী চিকিৎসকের চিকিৎসা প্রদান করাটাই উত্তম, তবে অবস্থার প্রেক্ষিতে পুরুষ রোগীকে নারী চিকিৎসক ও নারী রোগীকে পুরুষ চিকিৎসক চিকিৎসা প্রদান করতে পারে। 

অনেক সময় প্রয়োজনের প্রেক্ষিতে অনেক বিষয় পালনে ইসলামে শিথিলতার সুযোগ দেওয়া হয়েছে, যা সাধারণ সময়ে আবশ্যিকভাবে পালন করতে হয়। 

হযরত আনাস (রা.) থেকে বর্ণনা এসেছে, রাসূল (সা.) যুদ্ধের সময়ে উম্মে সুলাইম (রা.) সহ একদল নারীকে যুদ্ধে নিয়ে যেতেন যারা সৈনিকদের পানি সরবরাহ করতেন ও আহত সৈনিকদের চিকিৎসা দিতেন। 

খন্দকের যুদ্ধের সময় হযরত সাদ ইবনে মুয়াজ (রা.) যখন আহত হন, তখন রাসূল (সা.) তার জন্য মসজিদে একটি তাবু তৈরি করেন এবং একজন নারী সাহাবীকে তার চিকিৎসায় নিযুক্ত করেন। 

সুতরাং, প্রয়োজনের প্রেক্ষিতে যেকোন চিকিৎসক তার বিপরীত লিঙ্গের রোগীকে চিকিৎসা প্রদান করতে পারে। এতে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।

আল্লাহই উত্তম জ্ঞানের অধিকারী।

উৎস 

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।