Questioner
আবদুহ
Question

রজব ও শাবানের বরকত বিষয়টি কী সঠিক?

Counselor
শেখ মুহাম্মদ সালে আল-মুনাজিদ
Answer

আপনি প্রশ্ন করেছেনঃ 

আসসালামু আলাইকুম। আমি জানতে চাই, রজব মাসের আগমনে নিচের দোয়াটি পাঠ করা কি সুন্নাতের অংশ? দোয়াটি হল,

“اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي رَجَب وَشَعْبَانَ، وَبَلِّغْنَا رَمَضَانَ”

অর্থ: হে আল্লাহ! আমাদের রজব ও শাবান মাসে বরকত দান কর এবং রমজান মাস পর্যন্ত পৌছার তৌফিক দাও।

 

 

 

ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাত।

বিসমিল্লাহির রাহমানির রাহীম।

সকল প্রশংসা ও শোকর আল্লাহর এবং দরুদ ও সালাম তার প্রেরিত রাসূলের প্রতি।

প্রথমত, এমন কোন সহীহ হাদীস নেই যাতে আল্লাহর রাসূল (সা.) রজব মাসের গুরুত্ব বর্ণনা করেছেন।

হযরত ইবনে উসাইমিন (র.) বলেছেন, “রজব মাসের গুরুত্ব প্রকাশকারী কোন সহীহ হাদীস বিদ্যমান নেই। এর আগের মাস জমাদিউল উখরা থেকে এটি কোন ক্রমেই ভিন্ন নয়, শুধু পবিত্র চার মাসের মধ্যে একটি হওয়া ছাড়া। তাছাড়া, এই মাসে বিশেষ কোন রোজা রাখার জন্য বলা হয়নি এবং কোন নামাজ বা উমরা বা অন্যকিছু করার জন্যও বলা হয়নি। অন্যান্য মাসের মতই এটি একটি মাস।” (লিকা আল-বাব আল-মাফতুহ, ১৭৪/২৬)

দ্বিতীয়ত, হযরত আনাস ইবনে মালিক (রা.) এর এক বর্ণনায় পাওয়া গেছে, “যখন রজব মাস শুরু হত, আল্লাহর রাসূল (সা.) দোয়া করতেন,

اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي رَجَب وَشَعْبَانَ، وَبَلِّغْنَا رَمَضَانَ

অর্থাৎ, হে আল্লাহ! আমাদের রজব ও শাবান মাসে বরকত দান কর এবং রমজান মাস পর্যন্ত পৌছার তৌফিক দাও।” (ইবনে হাম্বল, আত-তাবারী এবং আল-বায়হাকি)

কিন্তু হাদীসটির বর্ণনাসূত্র খুব শক্তিশালী নয় বরং কিছুটা দুর্বল। ইমাম আন-নববী হাদীসটিকে আল-আযকার. ইবনে রজব একে লাতায়িফ আল-মায়ারিফ এবং আল-আলবানী একে যয়িফ আল-জামী হিসেবে বর্ণনা করেছেন।

তৃতীয়ত, রমজান মাস পাওয়ার জন্য সাধারন দোয়া হিসেবে যদি মুসলমানরা দোয়াটি পাঠ করে, তবে তাতে কোন সমস্যা নেই। ইবনে রজব আল-হাম্বলী (র.) থেকে বর্ণিত, মুয়াল্লা ইবনুল ফাদিল জানিয়েছেন, রমজানের ছয় মাস পূর্ব থেকেই তারা রমজান মাস পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতেন।

আল্লাহই উত্তম জ্ঞানের অধিকারী।


উৎস

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।