Questioner
ডেভিড
Question
১৫ই শাবানের বিশেষ ইবাদত আছে কি?
Counselor
. আলী সুলাইমান আলী
Answer
আপনি প্রশ্ন করেছেনঃ আসসালামু আলাইকুম। আমি অনেক মুসলমানের কাছেই শুনেছি ১৫ই শাবান এমন একটি দিন, যেদিন নফল রোজা, নফল নামাজ এবং অতিরিক্ত কিছু ইবাদতের মাধ্যমে পালন করতে হয়। কিন্তু, আমার নিজের অধ্যয়ন থেকে এসম্পর্কে কোন সহীহ হাদীস পাইনি। আমাকে এসম্পর্কে কিছু জানাবেন কি? ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাত! বিসমিল্লাহির রাহমানির রাহীম! সকল প্রশংসা ও শোকর আল্লাহর এবং দরুদ ও সালাম রাসূল (সা.) এর প্রতি। এটি সত্য যে, এমন কোন সহীহ হাদীস নেই যেখানে মুসলমানদেরকে শাবান মাসে কোন প্রকার বিশেষ নামাজ, রোজা বা বিশেষ ইবাদত পালন করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে, একটি সহীহ হাদীস রয়েছে যেখানে বলা হয়েছে, রাসূল (সা.) শাবান মাসের অধিকটা সময়ই রোজায় কাটাতেন। হাদীসটির বর্ণনাকারী হযরত উসামা ইবনে যায়েদ (রা.) রাসূল (সা.) কে এই বিষয়ে প্রশ্ন করলে রাসূল (সা.) উত্তর দেন, “রজব ও রমজানের মধ্যবর্তী এই মাসটি এমন এক মাস যা লোকেরা ভুলে আছে। এটি এমন এক মাস যখন সকল কাজ সর্বশক্তিমান আল্লাহর কাছে উপস্থাপিত হয়। সুতরাং আমি চাই, এমন অবস্থায় আমার কাজ আল্লাহর দরবারে উপস্থাপিত হোক যখন আমি রোজার অবস্থায় আছি।” (বুখারী) এই হাদীস অনুযায়ী, এই মাসে আমাদের রোজা পালনের জন্য নির্দেশনা রয়েছে। তবে মনে রাখতে হবে, পুরো মাস রোজা রাখার কোন প্রকার অনুমোদন দেওয়া হয়নি। পাশাপাশি, এই মাসে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা উচিত, যাতে আল্লাহ আমাদের সুস্থ অবস্থায় রমজানের রোজা পাবার এবং পালন করার সুযোগ দান করেন। আল্লাহই সর্বোত্তম জ্ঞানের অধিকারী। উৎস

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।