Questioner
শাইমা
Question

শাবানের শেষ পাঁচ দিন কি রোজা রাখা যাবে?

Counselor
শেখ আহমদ কুট্টি
Answer

আপনি প্রশ্ন করেছেন,

 আসসালামু আলাইকুম। রমজান শুরু হওয়ার আগে শাবান মাসের শেষ পাঁচ দিন কি আমরা রোজা রাখতে পারি?

 

ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাত।

বিসমিল্লাহির রাহমানির রাহীম।

সকল প্রশংসা ও শোকর আল্লাহর এবং দরুদ ও সালাম তার প্রেরিত রাসূলের প্রতি।

উম্মুল মুমিনিন হযরত আয়েশা (রা.) থেকে বর্ণিত আছে, রাসূল (সা.) শাবান মাসের অধিকাংশ দিনেই রোজা রাখতেন। কিন্তু রমজান মাস কাছাকাছি চলে আসলে তিনি রোজা রাখা বন্ধ করতেন। (বুখারী ও মুসলিম)

এই হাদীসের ভিত্তিতে বলা যায়, শাবানের শুরু থেকে আমরা রোজা রাখতে পারি কিন্তু এই মাসের শেষ কয়েকদিন আমাদের উচিত রোজা রাখা থেকে বিরত হওয়া।

রাসূল (সা.) এর নীতির শিক্ষা দানের পেছনে প্রজ্ঞা হল, শাবান ও রমজান মাসের রোজাকে একত্রিত না করা। শাবানের রোজা শুধু আমাদের প্রস্তুতির জন্য, যাতে আমরা রমজানের এক মাস রোজার জন্য প্রস্তুত হতে পারি। আমাদের উচিত নয়, এই দুই রোজাকে একত্রে গুলিয়ে ফেলা বা সমন্বয় করা।

আল্লাহই উত্তম জ্ঞানের অধিকারী।

 

 

 উৎস

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।