জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ জানিয়েছে, গত ৪৮ ঘণ্টায় ইসরাইলি হামলায় গাজার জাবালিয়া এলাকায় ৫০ জনের বেশি শিশু নিহত হয়েছে।
প্রতিবেদনে ইউনিসেফের নির্বাহী পরিচালক বলেন, শনিবার সকালের হামলার সময় পোলিও টিকাদান কর্মসূচি চলাকালে ইউনিসেফের কর্মীদের একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। সৌভাগ্যক্রমে কোনো কর্মী আহত না হলেও এ ঘটনা তাকে গভীরভাবে মর্মাহত করেছে। তিনি বলেন, জাবালিয়ায় বেসামরিক লোকদের ওপর যে অব্যাহত হামলা চলছে, পোলিও টিকাদান কেন্দ্র ও ইউনিসেফ কর্মীদের ওপর আঘাত সেই নিষ্ঠুরতার একটি উদাহরণ।
এদিকে, গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩ হাজার ৩১৪ জনে, এবং গত ২৪ ঘণ্টায় আহত হয়েছে অন্তত ১৮৬ জন, যা মোট আহতের সংখ্যা এক লাখ ২ হাজার ১৯ জনে পৌঁছেছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, নিহতের এই পরিসংখ্যান শুধুমাত্র তাদের নিয়ে, যাদের মৃত্যুর খবর পাওয়া গেছে বা যারা হাসপাতালে মারা গেছে। অনেকেই হাসপাতালে পৌঁছার আগেই মারা গেছে, কেউ হয়তো ধ্বংসস্তুপের নিচে আটকে আছে, এবং অনেকেই এখনও নিখোঁজ। এই নিখোঁজদের সংখ্যা যোগ করলে প্রকৃত হতাহতের সংখ্যা আরও অনেক বেশি হবে।
ফিলিস্তিন সম্পর্কিত সাম্প্রতিক পোষ্ট সমূহ
0
© কপিরাইট : সকল কনটেন্ট ও পোস্টের কপিরাইট সুরক্ষিত এবং ইসলামী বার্তার মালিকানাধীন। যা কেবল অনুমতি সাপেক্ষে ব্যবহারের জন্য উন্মুক্ত।