ইসলামী বার্তা ডেস্ক

ঢাকায় ‘গাজা মিছিল’এ লাখো মানুষের উপস্থিতি, পাসপোর্টে “ইসরায়েল ব্যতীত”ধারা পুনর্বহালের দাবি
ঢাকা, ১২ এপ্রিল ২০২৫ — শনিবার ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে অনুষ্ঠিত “গাজার জন্য মিছিল” (March for Gaza) কর্মসূচিতে লক্ষাধিক মানুষ একত্রিত হয়ে ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করেন এবং সরকারের কাছে বলিষ্ঠ অবস্থান গ্রহণের আহ্বান জানান। রাজনৈতিক নেতৃবৃন্দ, ইসলামি চিন্তাবিদ, সমাজকর্মী, সংস্কৃতি ও ক্রীড়াঙ্গনের ব্যক্তিত্বরা একত্রে মঞ্চে উঠে বাংলাদেশি পাসপোর্টে “ইসরায়েল ব্যতীত” ক্লজ পুনর্বহাল করার জোর দাবি জানান, যা দেশের দীর্ঘদিনের ফিলিস্তিন-সমর্থক অবস্থানেরই প্রতিফলন।
হাইলাইটস:
আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান ঘোষণাপত্র পাঠ করেন
ইসরায়েলি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সব চুক্তি বাতিলের আহ্বান
গাজায় জরুরি মানবিক ও চিকিৎসা সহায়তার দাবি
সাম্রাজ্যবাদী প্রতিষ্ঠানগুলোর পণ্যের বর্জনের ডাক
জাতীয় পাঠ্যক্রমে ফিলিস্তিন ইতিহাস ও আল-আকসার সংগ্রাম অন্তর্ভুক্তির দাবি
ক্রিকেটার, ইসলামি চিন্তাবিদ, রাজনৈতিক নেতা ও বিশিষ্টজনদের সংহতি প্রকাশ
বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ আবদুল মালেকের সভাপতিত্বে আয়োজিত এ কর্মসূচিতে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ছোট-বড় মিছিল এসে জড়ো হয়। সোহরাওয়ার্দী উদ্যান কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
ফিলিস্তিনের পক্ষে একতাবদ্ধ কণ্ঠ
মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ বলেন: “আমাদের মাঝে মতের ভিন্নতা থাকলেও, ফিলিস্তিনের স্বাধীনতা নিয়ে আমরা সবাই এক। আজ বাংলাদেশ গাজার পাশে।”
মিজানুর রহমান আজহারী বলেন: “ভৌগোলিকভাবে আমরা দূরে, কিন্তু প্রত্যেক বাঙালির হৃদয়ে একটি ফিলিস্তিন আছে—প্রত্যেক বুকে একটি গাজা ধ্বনিত হয়।”
সরকারের প্রতি স্পষ্ট আহ্বান
মাহমুদুর রহমান ঘোষণাপত্র পাঠ করতে গিয়ে বলেন: “নির্যাতনের বিরুদ্ধে জন্ম নেওয়া বাংলাদেশ কখনো গণহত্যার নীরব দর্শক হতে পারে না। সরকারের উচিত জনগণের নৈতিক চেতনার প্রতিফলন ঘটানো।”
ঘোষণায় যেসব দাবি জানানো হয়:
পাসপোর্টে “ইসরায়েল ব্যতীত” ক্লজ পুনর্বহাল
ইসরায়েলের সাথে সকল সম্পর্ক ছিন্ন করার আহ্বান
গাজায় রাষ্ট্রীয় পর্যায়ে মানবিক সহায়তা প্রেরণ
সাম্রাজ্যবাদী পণ্য বর্জনে সরকারি নির্দেশনা
ভারতে মুসলিম নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ
জাতীয় পাঠ্যক্রমে ফিলিস্তিন ও আল-আকসার ইতিহাস যুক্ত করা
সব অঙ্গনের সংহতি বার্তা
বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ ভিডিও বার্তার মাধ্যমে সংহতি জানান: ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, নাহিদ রানা, তাইজুল ইসলাম। বুয়েট লেকচারার ও ইউটিউবার এনায়েত চৌধুরী, আয়মান সাদিক (টেন মিনিট স্কুল), ডা. জাহাঙ্গীর কবির। শায়খ মোহিউদ্দিন (আদ-দ্বীন ফাউন্ডেশন), খলিলুর রহমান নেসারাবাদী (ঝালকাঠি দরবার শরিফ) রাজনৈতিক ব্যক্তিত্ব গোলাম পরওয়ার (জামায়াতে ইসলামী), মুজিবুর রহমান (এবি পার্টি), নুরুল হক (গণঅধিকার পরিষদ), আন্দালীব রহমান পার্থ (বিজেপি), মামুনুল হক (খেলাফত মজলিশ)
শান্তিপূর্ণ মিছিল ও প্রতীকী প্রতিবাদ
র্যালিতে অংশগ্রহণকারীরা প্রতীকী লাশ, রক্তের প্রতীক হিসেবে লাল রঙ এবং পা দিয়ে পদদলিত ইসরায়েলি প্রতীক নিয়ে মিছিল করেন। ফিলিস্তিন ও বাংলাদেশের পতাকা হাতে প্রতিবাদকারীরা বিভিন্ন স্লোগান দেন, যেমন:
“ফ্রি ফিলিস্তিন,”
“ইসরায়েলি আগ্রাসন বন্ধ করো,”
“ইসরায়েলি পণ্য বর্জন করো।”
সন্ধ্যায় ঘোষণাপত্র পাঠের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়, যেখানে উচ্চারিত হয় শেষ আহ্বান:
“গাজা পাশে পাবে বাংলাদেশকে—এখনই সময় পদক্ষেপ নেওয়ার।”
সূত্র: টিবিএস নিউজ, এপি