Questioner
জালাল
Question

কোন অবৈধ সন্তান কি জান্নাতে প্রবেশ করবে?

Counselor
ফতোয়া বিভাগ; অনুবাদঃ সাদিক হাসান
Answer

আপনি প্রশ্ন করেছেনঃ

প্রিয় শায়খ, আসসালামু আলাইকুম, ব্যভিচারের ফলে জন্ম নেওয়া শিশু আল্লাহর দ্বীন মেনে চললে কি জান্নাতে প্রবেশ করবে? নাকি তার পিতামাতার পাপাচারের ফসল স্বরুপ তাকেও জাহান্নামে নিক্ষেপ করা হবে?

 

ওয়ালাইকুম আসসালাম ওয়ারহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ

পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি,

সকল প্রশংসা আল্লাহর জন্যই এবং দুরুদ ও সালাম রাসূল স. এর প্রতি।

ফতোয়ার সারসংক্ষেপঃ

১. ইসলামে কাজের যাবতীয় দায় ব্যক্তির একার ঘাড়েই আপতিত হয়, ইসলামে কখনো অন্যের কৃত পাপাচারের দায় কারো উপর চাপানো হয়না।

২. তাই, অবৈধ মেলামেশার ফলে জন্ম নেয়া এ শিশুর উপর সে জঘন্য অপকর্মের কোন দায় পরবেনা; তাই সমাজের উচিৎ তাকে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠার সুযোগ দেয়া এবং তার প্রতি উত্তম আচরণ করা।

৩. এ অবৈধ শিশুটির জান্নাত কিংবা জাহান্নাম পাওয়ার বিষয়টি আল্লাহর আনুগত্যের উপর নির্ভরশীল; যদি সে  মুসলিম হিসেবে দ্বীনের উপর চলে মৃত্যু বরণ করে সে জান্নাতে যাবে।

 

এই ইস্যুতে ফতোয়া বিভাগ উল্লেখ করেছেনঃ

কোন অবৈধ সন্তান তার মা কিংবা যার সাথে অপকর্ম হয়েছে তাদের কারো পাপাচারের দায় নিবে না। তারা নিজেরা নিজেদের অপকর্মের জন্য দায়ী থাকবে এবং তার কোন কাঁদা এ শিশুর গায়ে লাগবেনা।  

এ বিষয়ে আল্লাহ বলেছেনঃ

“সে তাই পায় যা সে উপার্জন করে এবং তাই তার উপর বর্তায় যা সে করে।” (২ঃ২৮৬)
তিনি আরও বলেছেনঃ কেউ অন্যের পাপাচারের দায় নিবে না (১৭:১৫)

এ অবৈধ শিশুটির জান্নাত কিংবা জাহান্নাম পাওয়ার বিষয়টি আল্লাহর আনুগত্যের উপর নির্ভরশীল; যদি সে মুসলিম হিসেবে দ্বীনের উপর চলে মৃত্যু বরণ করে সে জান্নাতে যাবে।

একইভাবে কেউ যদি আল্লাহর অবাধ্য হয় এবং অবিশ্বাসী হয়ে মারা যায় সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে।  

তবে যদি তার ভালো ও মন্দকাজের ভার সমান হয় এ বিষয়ে আল্লাহ নিজেই সিদ্ধান্ত গ্রহণ করবেন। তিনি ইচ্ছে করলে তাকে জান্নাতে দিতে পারেন আবার ইচ্ছে করলে শাস্তিও দিতে পারেন।  

জারজ সন্তান জান্নাতে প্রবেশ করবেনা বলে যে হাদিস প্রচার করা হয় তা মূলত জাল হাদিস।

এ বিষয়ে আল্লাহ ভালো জানেন।  

উৎস

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।