Questioner
আয়েশা
Question

জ্বীন কী আমাদের ক্ষতি করতে পারে?

Counselor
ডা. শাব্বির আলী
Answer

আপনি প্রশ্ন করেছেন,

জ্বীনের মধ্যে মন্দ জ্বীনেরা আমাদের ক্ষতি করতে পারে কি? আমরা কিভাবে তাদের ক্ষতিকর প্রভাব থেকে নিজেদের রক্ষা করবো?

 

জ্বীন ফেরেশতার মতই এক সৃষ্টি, যাদেরকে আমরা দেখতে পাই না। কিন্তু মানুষের মতই তারা স্বাধীন ইচ্ছাশক্তির অধিকারী, যার মাধ্যমে তারা ভালো বা মন্দ বাছাই করতে পারে।

অনেকের মধ্যেই ধারনা হচ্ছে, জ্বীন ফেরেশতাদের মধ্য থেকে বেরিয়ে যাওয়া একটি অংশ এবং শয়তান ফেরেশতাদের মধ্যে থাকার কারনে তাকেও অনেকে ফেরেশতা হিসেবে চিন্তা করে। তবে কুরআনের বিশ্লেষনের দিক থেকে তারাও স্বতন্ত্র এক সৃষ্টি।

জ্বীনেরা আমাদের ক্ষতি করতে পারে তবে তা হয়তো শারীরিক কোন ক্ষতি নয়। কারো কারো ধারনা, জ্বীন কোন মানুষের উপর ভর করে তাকে ব্যবহারের মাধ্যমে তার ক্ষতি করতে পারে। তবে আমার কাছে মনে হয় না, এটি যথার্থ কোন চিন্তাভাবনা।

তবে আমরা যে ক্ষতির শংকা করতে পারি, শয়তান ও তার অনুসারী অন্যান্য মন্দ জ্বীন আমাদেরকে মন্দ কাজ করার জন্য ওয়াসওয়াসা তথা কুমন্ত্রণা প্রদান করতে পারে।

তবে আমরা যতক্ষণ পর্যন্ত আল্লাহর নির্দেশনা স্মরণ রাখবো এবং সেই অনুযায়ী নিজেদের পরিচালনা করবো, মন্দ জ্বীনের এই প্রভাব আমাদের উপর কাজ করবেনা। এমনকি যদি মুহূর্তের খেয়ালহীনতায় যদিও কোন কাজ করতে উদ্যত হই, আমরা আবার সেখান থেকে ফিরে আসতে পারবো।

সুতরাং মন্দ জ্বীনের কাছ খেকে শারীরিক ক্ষতির ভয়ের কোন কারন নেই তবে আমাদের সতর্ক থাকা উচিত যাতে করে তারা আমাদের মনের উপর কোন প্রকার নেতিবাচক ও মন্দ প্রভাব বিস্তার করতে না পারে।

আল্লাহই উত্তম জ্ঞানের অধিকারী।

 

উৎস 

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।