Questioner
মনছুর আহমদ
Question

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বরকাতুহু। আমি একজন হানাফি মাজহাব এর অনুসারী, আমি বিগত ২৯ বছর সৌদি আরবে ছিলাম। তখন আমি সৌদি ইমামের (শাহাফি মাজহাব) পিছনে নিয়মিত নামাজ আদায় করে এসেছি, এতে কি আমার নামাজ কবুল হয়েছে জানতে চাই?

Counselor
ইসলামী বার্তা ডেস্ক
Answer

অন্য মাযহাবের ইমামের পেছনে নামায পড়ার ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। উদাহরণস্বরূপ একজন হানাফী মাযহাবের অনুসারী শাফঈ মাযহাবের ইমামের পেছনে নামায পড়তে পারেন, এবং তদ্রূপ, একজন শাফঈ মাযহাবের অনুসারী হানাফী মাযহাবের ইমামের পেছনে নামায পড়তে পারেন। ইমাম তার নিজ মাযহাব অনুযায়ী নামায পরিচালনা করবেন, এবং মুক্তাদী ইমামের অনুসরন করবেন। শরী‘আতের দৃষ্টিতে এর কোনো অসুবিধা নেই। কারণ মাযহাব সমূহের মাঝে মৌলিক বিষয়ে কোন মতপার্থক্য নেই। প্রাসঙ্গিক বিষয়ে যেসব মতপার্থক্য রয়েছে তাতে নামায বাতিল হওয়ার কোন কারন নেই।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।