Questioner
মোঃ নওশের আলী
Question

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নিহত হয়েছে তারা কি শহীদ? তাদেরকে শহীদ বলা যাবে কিনা?

Counselor
ইসলামী বার্তা ডেস্ক
Answer

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নিহত হয়েছে তারা নিঃসন্দেহে শহীদ। 

হাদীসে বর্ণিত আছে, এক ব্যক্তি রাসূলুল্লাহ (সা.) কে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন জিহাদ সর্বোত্তম? তিনি বললেন, ‘সর্বোত্তম জিহাদ ওই ব্যক্তি করে যে অত্যাচারী শাসকের সামনে সত্য কথা বলে।’ (মুসনাদ আহমদ: ১৮৮৩০; ইবন মাজাহ, ৪০১২; নাসাঈ শরীফ: ৪২০৯)

উক্ত হাদীস থেকে বুঝা যায়, অত্যাচারী শাসকের সামনে সত্য বলা এবং তার জুলূম বা অন্যায়ের প্রতিবাদ করা বড় ধরনের জিহাদ। সে হিসাবে সাম্প্রতিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নিহত হয়েছে তারা নিঃসন্দেহে শহীদ। তাদেরকে শহীদ বলতে হবে।  

উমর ইবনুল-খাত্তাব (রা.) হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সা.) কে বলতে শুনেছি “সমস্ত কাজের ফলাফল নির্ভর করে নিয়্যতের উপর, আর প্রত্যেক ব্যক্তি যা নিয়্যত করেছে, তাই পাবে।  (আল-মুসলিম: ১৯০৭)

উপরোক্ত হাদীস থেকে বুঝা যায় একটি কাজের ফলাফল তার সম্পাদনকারীর নিয়তের উপর নির্ভর করে। সুতরাং কেউ যদি জাতির বৃহত্তর কল্যাণে জালিমের বিরুদ্ধে প্রতিবাদ করে বা লড়াই করে বা যমীনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার সংগ্রাম করে, সে অবশ্যই জিহাদকারী হিসাবে তার প্রতিদান পাবে।  কিন্তু এই লড়াইয়ের জন্য তার মনে যদি কোন দুনিয়াবী স্বার্থ চিন্তা, পদ পদবী বা অর্থ বিত্তের লোভ থাকে, সে ক্ষেত্রে আল্লাহর কাছে তার সেই লড়াই জিহাদ হিসাবে গণ্য হবে না।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।