মুসলিম জাতি আল্লাহর রহমত থেকে বঞ্চিত থাকা এবং গজবে পতিত হওয়ার অন্যতম কারণ অনৈক্য


তারেক হাসান
Published: 2024-08-31 12:40:14 BdST | Updated: 2024-10-16 06:28:40 BdST

মুসলিম উম্মাহর বর্তমান পরিস্থিতি অত্যন্ত শোচনীয়। ফিলিস্তিন, কাশ্মির, আফগানিস্তান, ইরাক, সিরিয়া, এবং জিনজিয়াংয়ের মতো মুসলিমপ্রধান অঞ্চলগুলো একের পর এক শত্রুদের হাতে পতিত হচ্ছে। নগরীগুলো ধ্বংস হচ্ছে, লক্ষ লক্ষ মানুষ নিহত ও আহত, হাজার হাজার নারী ধর্ষিত এবং কোটি কোটি মুসলিম উদ্বাস্তু হয়ে অপমানিত জীবন যাপন করছে। এই দুরবস্থার মূল কারণ সম্পদ বা জনসংখ্যার অভাব নয়, বরং অনৈক্য। মুসলিম উম্মাহ বিভক্ত, এবং এই বিভক্তিই তাদের দুর্বল করেছে। পবিত্র কোরআনের আল-ইমরান সুরার ১০৫ নম্বর আয়াতে আল্লাহতায়ালা মুসলিমদের অনৈক্যের বিপদ সম্পর্কে হুশিয়ার করেছেন, এবং ১০৩ নম্বর আয়াতে ঐক্য প্রতিষ্ঠার নির্দেশ দিয়েছেন। অথচ মুসলিমরা ঐক্যের পথে না চলতে পেরে শয়তানের পথ অনুসরণ করছে, যা তাদের জন্য আযাব ডেকে আনছে।

পশ্চিমা বিশ্বে মুসলিম বিরোধী ক্রুসেড এখন আর একটি দেশে সীমাবদ্ধ নয়; এটি সমগ্র মুসলিম বিশ্ব জুড়ে সামরিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক আক্রমণ চালাচ্ছে। আফগানিস্তান ও ইরাকে লক্ষ লক্ষ মানুষ নিহত হয়েছে, অথচ মুসলিম উম্মাহ অনৈক্যের কারণে একত্রিত হতে পারছে না। পশ্চিমা শক্তি আজ মুসলিম বিশ্বের বিরুদ্ধে বহুজাতিক প্রজেক্ট পরিচালনা করছে, আর মুসলমানরা বিভক্ত। এই বিভাজনই মায়ানমার থেকে রোহিঙ্গাদের উচ্ছেদ এবং অন্যান্য জায়গায় মুসলিম নিপীড়নের পথ সুগম করেছে।

আল্লাহতায়ালা মুসলিমদের জন্য ঐক্যকে ফরজ করেছেন, এবং অনৈক্যকে হারাম ঘোষণা করেছেন। যেসব জাতি ঐক্যবদ্ধ, তারা শক্তিশালী, আর যেসব জাতি বিভক্ত, তারা দুর্বল ও পতিত হয়। মুসলিম উম্মাহর ঐক্য না থাকায় আজ তাদের বিরুদ্ধে শত্রুর আক্রমণ সহজতর হয়ে উঠেছে। মুসলিমদের দুর্দশার মূলে রয়েছে তাদের নিজেদের বিভক্তি, এবং এই অবস্থা থেকে উত্তরণের একমাত্র উপায় হলো ঐক্যবদ্ধ হওয়া।

বর্তমানে অন্যান্য জাতির তুলনায় মুসলিম জাতি বিভিন্ন ররকম সমস্যায় আচ্ছন্ন। অথচ মুসলিমদের সঠিক অবস্থান হল, তারা নিজেরা তো উন্নত থাকবে, তার পাশাপাশি তারা অমুসলিমদেরকে সঠিক পথ দেখাবে, তাদের শিক্ষা, জ্ঞান বিজ্ঞান শেখানে, প্রয়োজনে বিপদাপন্ন হলে সাহায্য করবে। কিন্তু সেই পথ থেকে বিচ্যুত হয়ে তাদের বিপরীত অবস্থা। তাছাড়া ইসলাম থাকলে ঐ দেশ সমূহে শান্তি বিরাজ করবে, কিন্তু বিপরীতে তারা শান্তির খোঁজে ইউরোপ আমেরিকাতে পাড়ি জমায়। 

মুসলিম উম্মাহর বর্তমান দুর্দশার একটি বড় কারণ হচ্ছে নিজেদের মধ্যে অহংকার বশত ক্ষুদ্র বিষয়ে অনৈক্য। আজ মুসলিম সমাজের বিভিন্ন গোষ্ঠী, সম্প্রদায় এবং দল নিজেদের ব্যক্তিগত মতামত ও বিশ্বাসকে অগ্রাধিকার দিচ্ছে, ফলে তারা একে অপরের শত্রু হয়ে উঠছে। এ ধরনের বিভাজন শুধুমাত্র মুসলিম জাতির শক্তিকে ক্ষুণ্ন করছে না, বরং এটি আল্লাহর নির্দেশিত ঐক্যবদ্ধ জীবনের বিপরীত। কুরআনে আল্লাহ স্পষ্টভাবে বলেছেন, "তোমরা সকলে আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করো এবং বিচ্ছিন্ন হয়ো না।" (সূরা আল-ইমরান: ১০৩)। কিন্তু অহংকার এবং ক্ষুদ্র বিষয়ে তর্ক-বিতর্কের মাধ্যমে মুসলিমরা নিজেদের দুর্বল করছে এবং শত্রুর হাতে বারবার পরাজিত হচ্ছে।

মুসলিমরা যদি ঐক্যবদ্ধ না থাকে, তাহলে তারা আল্লাহর রহমত থেকে বঞ্চিত থাকবে। ইসলামে ঐক্যের গুরুত্ব অত্যন্ত মহান, এবং এটি মুসলিম উম্মাহর জন্য ফরজ বিধান। আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য মুসলিমদের একত্রিত থাকা এবং পারস্পরিক সহানুভূতি প্রদর্শন করা অত্যাবশ্যক। হাদিসে বলা হয়েছে, “মুমিনরা একে অপরের প্রতি দয়ালু, তারা একটি দেহের মতো, যখন একটি অঙ্গ আঘাত পায়, তখন পুরো শরীর কষ্ট অনুভব করে।” কিন্তু যদি মুসলিমরা নিজেদের মধ্যে বিভেদ বজায় রাখে, তাহলে আল্লাহর করুণা তাদের ওপর নেমে আসবে না। আল্লাহ ঐক্যবদ্ধ ও সংহত জাতির ওপর নিজের অনুগ্রহ বর্ষণ করেন, আর যারা অনৈক্যের পথে হাঁটে, তাদেরকে তিনি নিজের রহমত থেকে দূরে রাখেন।

রাসূলুল্লাহ (সা.) এর প্রকৃত সুন্নাহ থেকে দূরে সরে যাওয়াও মুসলিমদের এই পতনের অন্যতম কারণ। রাসূল (সা.) আমাদেরকে দ্বীন প্রতিষ্ঠার সংগ্রাম, পারস্পরিক সহানুভূতি এবং জালিমের বিরুদ্ধে কঠোরতা প্রদর্শনের শিক্ষা দিয়েছেন। তাঁর সুন্নাহ অনুসরণ করলেই মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ হতে পারবে এবং শত্রুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারবে। রাসূল (সা.) শুধু নামাজ, রোজা বা অন্যান্য ইবাদতই শিখাননি, বরং একটি সংগঠিত ও শক্তিশালী উম্মাহ গঠনের নির্দেশনাও দিয়েছেন। আজ যদি মুসলিমরা তাঁর এই আদর্শ থেকে সরে দাঁড়ায়, তাহলে তারা কখনোই প্রকৃত মুসলিম উম্মাহর মর্যাদায় ফিরতে পারবে না।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আপনার মূল্যবান মতামত দিন:


বিবিধ বিভাগের সর্বাধিক পঠিত


মক্কার পবিত্র কাবার ঘরের সংলগ্ন উত্তরের কিছু অংশ অর্ধচন্দ্রাকার বৃত্ত...

বিবিধ | 2018-08-14 23:29:33

আমরা কোনো কঠিন মূহুর্ত বা বিপদের সম্মুখীন হলে খুব সহজেই ভেঙ্গে পড়ি। আল...

বিবিধ | 2021-06-24 04:03:23

ইসলাম ও খ্রিস্টধর্ম, উভয় ধর্মেই পৃথিবীর সমাপ্তির পর্বের মিথ্যা খোদা দা...

বিবিধ | 2021-09-05 19:36:28

গত ১৪ই জুন ক্রীড়াজগতের অন্যতম বৃহত্তম আসর বিশ্বকাপ ফুটবলের আনুষ্ঠানিক...

বিবিধ | 2018-06-22 22:32:19

রাত ১২টা বা ১টা পর্যন্ত জেগে থাকাটা ছিল আমার অন্যতম একটি বদভ্যাস। ছোট...

বিবিধ | 2018-03-26 09:49:08

ইসলাম ও খ্রিস্টধর্ম, উভয় ধর্মেই পৃথিবীর সমাপ্তির পর্বের মিথ্যা খোদা দা...

বিবিধ | 2019-02-17 23:09:17

ইবনে খালদুন আসাবিয়াতত্ত্ব বা গোষ্ঠী সংহতির উপর রাষ্ট্র দর্শনের ভিত্তিক...

বিবিধ | 2019-03-29 23:50:18

১. ধৈর্যশীল যিনি সব পরিস্থিতিতে ধৈর্যধারণে সক্ষম, কখনোই চিৎকার চেঁচাম...

বিবিধ | 2021-09-04 20:19:56