নতুন হিজরি বর্ষ উদযাপনের সঠিক উপায় কী?


ড. মুজাম্মিল এইচ সিদ্দিকী
Published: 2024-07-07 01:48:10 BdST | Updated: 2024-09-28 07:33:08 BdST

প্রশ্ন : নতুন হিজরি বর্ষ উদযাপনের সঠিক উপায় কী?


উত্তর :

এ প্রশ্নের উত্তরে ইসলামিক সোসাইটি অফ নর্থ আমেরিকার সাবেক সভাপতি ড. মুজাম্মিল এইচ. সিদ্দিকী বলেন, পরম করুণাময়, পরম দয়ালু মহান আল্লাহর নামে। সমস্ত প্রশংসা ও কৃতজ্ঞতা আল্লাহর জন্য এবং তাঁর রাসূলের প্রতি শান্তি ও বরকত বর্ষিত হোক।

ইসলামে নতুন বছর উপলক্ষে কোনো বিশেষ ধর্মীয় অনুষ্ঠান নেই। কিন্তু যেহেতু আমাদের ধর্মীয় ক্যালেন্ডারটি হিজরি ক্যালেন্ডার, তাই এই সময়ে হিজরতের অর্থ ও তাৎপর্য সম্পর্কে নিজেদেরকে স্মরণ করিয়ে দেওয়া উচিত। আমাদের এই সময়ে মক্কা থেকে মদীনা পর্যন্ত নবীজির হিজরতের কথা বলা উচিত যা ৬২২ খ্রিস্টাব্দে হয়েছিল।

আরবি শব্দ হিজরত শব্দের অর্থ নির্বাসন, দেশত্যাগ, বা মাইগ্রেশন হিসাবে অনুবাদ করা হয়। যার ব্যাপক অর্থ, ত্যাগ করা।  

পবিত্র কুরআনে হিজরতকে একটি ভুল অবস্থা ত্যাগ করা এবং একটি ভাল অবস্থায় চলে যাওয়া বোঝাতেও ব্যবহৃত হয়েছে। এ প্রসঙ্গে মহান আল্লাহ বলেন,  কিন্তু লুত ইবরাহীমের প্রতি বিশ্বাস স্থাপন করেছিলেন। তিনি বলেছিলেন, আমি মুহাজিরুন হয়ে আমার পালনকর্তার দিকে অগ্রসর হব, কারণ তিনি পরাক্রমশালী এবং প্রজ্ঞাময়। (আল-আনাকাবুত ২৯:২৬)

প্রকৃত পক্ষে ঈমান হচ্ছে নিম্নলিখিত অবস্থা ত্যাগ করে নতুন এক অবস্থানে আসা:

-সকল প্রকার বহুদেবতাবাদ (অনেক ঈশ্বরে বিশ্বাস) থেকে একেশ্বরবাদের প্রতি হিজরত।

-অজ্ঞতা এবং কুসংস্কার থেকে জ্ঞান এবং আলোর প্রতি হিজরত।

-অন্যের দাসত্ব থেকে আল্লাহর দাসত্বের দিকে।

-পাপ এবং দুর্নীতি থেকে সৎ গুণাবলী এবং ন্যায়পরায়ণতার দিকে।

-বিভাজন এবং কলহ থেকে সম্প্রীতি এবং ঐক্যর দিকে।

-বিচরণ ও বিভ্রান্তির অবস্থা থেকে পথনির্দেশ এবং সরল পথের দিকে।  

-আল্লাহর ক্রোধ থেকে তাঁর কবুল ও সন্তুষ্টির দিকে।  

-দোযখের আগুন থেকে অনন্ত জীবনে পরিত্রাণের জন্য হিজরত।  

হিজরত একটি নীতি যা ইসলামের অবিচ্ছেদ্য অংশ। এটি একজন মুমিনকে একজন মুমিন থেকে একজন মুজাহিদে রূপান্তরিত করে, যে তার বিশ্বাসের জন্য সংগ্রাম করে। এ কারণেই কুরআনে অনেক জায়গায় ইমান, হিজরাহ  ও  জিহাদ শব্দ গুলো একসাথে ব্যবহার করা হয়েছে। যেমন,

যারা ঈমান এনেছে এবং যারা হিজরত করেছে এবং আল্লাহর পথে সংগ্রাম করেছে, তারা আল্লাহর রহমতের আশা রাখে এবং আল্লাহ পরম ক্ষমাশীল, পরম দয়ালু। (আল-বাকারা ২:২১৮)

যারা ঈমান এনেছে, হিজরত করেছে এবং আল্লাহর পথে সংগ্রাম করেছে এবং যারা আশ্রয় দিয়েছে ও সাহায্য করেছে, তারাই প্রকৃত মুমিন, তাদের জন্য রয়েছে গুনাহের ক্ষমা ও প্রশস্ত রিযিক। (আল-আনফাল ৮:৭৪ )

যারা ঈমান এনেছে, হিজরত করেছে এবং আল্লাহর পথে নিজেদের মাল ও জান দিয়ে জিহাদ করেছে, তারাই আল্লাহর কাছে সর্বোচ্চ মর্যাদার অধিকারী, প্রকৃতপক্ষে তারাই সফলকাম। তাদের রব তাদেরকে স্বীয় রহমতের সুসংবাদ দিচ্ছেন, তাঁর সন্তুষ্টির এবং তাদের জন্য জান্নাতের, যেখানে চিরস্থায়ী আনন্দ রয়েছে। তারা সেখানে চিরকাল থাকবে। নিঃসন্দেহে আল্লাহর কাছে রয়েছে পুরস্কার, যা সকলের চেয়ে বড়।


লেখক: মুজাম্মিল এইচ সিদ্দিকী

ডঃ মুজাম্মিল এইচ. সিদ্দিকী উত্তর আমেরিকার ফিকহ কাউন্সিলের চেয়ারম্যান।

সূত্র: এ্যাবাউট ইসলাম

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আপনার মূল্যবান মতামত দিন:


ইসলামী বিষয়াবলী বিভাগের সর্বাধিক পঠিত


অনেক মুখমন্ডল সেদিন হবে সজীব, তাদের কর্মের কারণে সন্তুষ্ট, তারা থাকবে...

ইসলামী বিষয়াবলী | 2018-04-23 23:36:39

রাসূল স. বলেছেনঃ বেশি বেশি কোর’আন তেলা’ওয়াত কর, কেননা হাশরের দিন এ কো...

ইসলামী বিষয়াবলী | 2018-08-15 23:24:11

হযরত মুয়াজ (রা.) রাসূল (সা.) এর কাছ থেকে কিয়ামতের দিন প্রথম তিনজন জাহা...

ইসলামী বিষয়াবলী | 2018-02-22 00:11:13

মুসলিম উম্মাহর সদস্য হিসেবে আপনার উচিত সর্বদা জ্ঞান অর্জনে লিপ্ত থাকা।...

ইসলামী বিষয়াবলী | 2018-06-29 08:34:21

"হে আল্লাহ্, আমি আপনার কাছে আশ্রয় চাই দুশ্চিন্তা, দুঃখ, অক্ষমতা, অলসত...

ইসলামী বিষয়াবলী | 2018-05-06 13:46:07

হজ্জ্ব ইসলামের একটি মৌলিক ইবাদত। হিজরী ক্যালেন্ডার অনুসারে প্রতিবছর জি...

ইসলামী বিষয়াবলী | 2018-08-16 23:47:11

হযরত আবু যর (রা.) থেকে বর্ণিত, সহীহ বুখারী ও মুসলিম উভয় হাদীসগ্রন্থেই...

ইসলামী বিষয়াবলী | 2018-06-22 23:12:36

মুসলিম হওয়া যে জন্মগত কোনো ব্যাপার না, এই কথাটা চোখে আঙুল দিয়ে প্রমাণ...

ইসলামী বিষয়াবলী | 2019-02-19 23:09:08